Hk
v4

@Dj Dj

Hk
v4

@Dj Dj

가사
​(স্থায়ী)
রক্তে রাঙা রাজপথ আজ, কাঁপছে ঢাকা শহর,
হায়নার দল থাবা বসায়, আঁধার নামে ঘোর।
বুলেটের কি সাধ্য আছে রুখবে সত্যের স্বর?
অন্যায়ের ওই সিংহাসনে আসবে এবার ঝড়।
​(অন্তরা-১)
ওসমান হাদীর রক্ত ঝরে ঢাকা মেডিকেলের দ্বারে,
কাপুরুষের দল লুকিয়ে মারে আঁধারের ওই পাড়ে।
ভোটের লড়াইয়ে ভয় পেয়ে কি চালালি রে গুলি?
জনতা আজ জাগছে দেখ, ভাঙছে তাদের ভুলই।
​(অন্তরা-২)
শোনো ওরে ঘাতক দল, শোনো রে অন্যায়কারী,
রক্ত দিয়ে পিছু হটার নেই তো কোনো তরী।
প্রতিটি ফোঁটা রক্তে আজ জাগবে নতুন বীর,
নত হবে না কোনোদিনও ন্যায়ের এই শির।
​(সঞ্চারী)
বিচার চাই, বিচার চাই, রাজপথ আজ উত্তাল,
মুক্ত হবে এই দেশটা, ছিঁড়বে বিষের জাল।
গুলি দিয়ে স্তব্ধ করা যায় না সাধারণের দাবি,
জনতার হাতেই আছে সকল তালা খোলার চাবি।
​(শেষ অংশ)
রক্তে রাঙা রাজপথ আজ, কাঁপছে ঢাকা শহর,
হায়নার দল থাবা বসায়, আঁধার নামে ঘোর।
ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেবো না আর,
প্রতিবাদের মিছিলে আজ ভাঙবো সকল দ্বার।
음악 스타일
Rap, Male Voice

당신은 좋아할 수도 있습니다

노래 표지 Road
v4

Suno AI을 사용하여 Balázs Brixel에 의해 생성됨

노래 표지 Босоножки
v5

Suno AI을 사용하여 Сергей Троллев에 의해 생성됨

노래 표지 그때가 그립습니다
v4

Suno AI을 사용하여 Edward Choi에 의해 생성됨

노래 표지 После театра
v4

Suno AI을 사용하여 Pups에 의해 생성됨

관련 재생목록

노래 표지 lirics
v4

Suno AI을 사용하여 Marton Szabo에 의해 생성됨

노래 표지 05
v4

Suno AI을 사용하여 Edit Nagy에 의해 생성됨

노래 표지 Финалка
v4

Suno AI을 사용하여 Мил에 의해 생성됨

노래 표지 A mi kis csapatunk
v4

Suno AI을 사용하여 Nándor Kiss에 의해 생성됨