Hk
v4

@Dj Dj

Hk
v4

@Dj Dj

lyrics
​(স্থায়ী)
রক্তে রাঙা রাজপথ আজ, কাঁপছে ঢাকা শহর,
হায়নার দল থাবা বসায়, আঁধার নামে ঘোর।
বুলেটের কি সাধ্য আছে রুখবে সত্যের স্বর?
অন্যায়ের ওই সিংহাসনে আসবে এবার ঝড়।
​(অন্তরা-১)
ওসমান হাদীর রক্ত ঝরে ঢাকা মেডিকেলের দ্বারে,
কাপুরুষের দল লুকিয়ে মারে আঁধারের ওই পাড়ে।
ভোটের লড়াইয়ে ভয় পেয়ে কি চালালি রে গুলি?
জনতা আজ জাগছে দেখ, ভাঙছে তাদের ভুলই।
​(অন্তরা-২)
শোনো ওরে ঘাতক দল, শোনো রে অন্যায়কারী,
রক্ত দিয়ে পিছু হটার নেই তো কোনো তরী।
প্রতিটি ফোঁটা রক্তে আজ জাগবে নতুন বীর,
নত হবে না কোনোদিনও ন্যায়ের এই শির।
​(সঞ্চারী)
বিচার চাই, বিচার চাই, রাজপথ আজ উত্তাল,
মুক্ত হবে এই দেশটা, ছিঁড়বে বিষের জাল।
গুলি দিয়ে স্তব্ধ করা যায় না সাধারণের দাবি,
জনতার হাতেই আছে সকল তালা খোলার চাবি।
​(শেষ অংশ)
রক্তে রাঙা রাজপথ আজ, কাঁপছে ঢাকা শহর,
হায়নার দল থাবা বসায়, আঁধার নামে ঘোর।
ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেবো না আর,
প্রতিবাদের মিছিলে আজ ভাঙবো সকল দ্বার।
音樂風格
Rap, Male Voice

你可能會喜歡

歌曲的封面Ritanak
v4

由 Tímea Bognárné Kovács 使用 Suno AI 建立

歌曲的封面На два дня
v5

由 Сергей Троллев 使用 Suno AI 建立

歌曲的封面Фантазёр
v5

由 Сергей Троллев 使用 Suno AI 建立

歌曲的封面Biển Khơi Hòa Với Núi Ngàn
v4

由 Thi Nguyễn Lê 使用 Suno AI 建立

相關播放列表

歌曲的封面యదలోతుల్లో
v4

由 Sparrjan powroju 使用 Suno AI 建立

歌曲的封面Poussière et Métal
v4

由 Zizo Offres 使用 Suno AI 建立

歌曲的封面Моя борьба
v4

由 Agiadgames21 使用 Suno AI 建立