Hk

98

Musik skapad av Dj Dj med Suno AI

Hk
v4

@Dj Dj

Hk
v4

@Dj Dj

Text
​(স্থায়ী)
রক্তে রাঙা রাজপথ আজ, কাঁপছে ঢাকা শহর,
হায়নার দল থাবা বসায়, আঁধার নামে ঘোর।
বুলেটের কি সাধ্য আছে রুখবে সত্যের স্বর?
অন্যায়ের ওই সিংহাসনে আসবে এবার ঝড়।
​(অন্তরা-১)
ওসমান হাদীর রক্ত ঝরে ঢাকা মেডিকেলের দ্বারে,
কাপুরুষের দল লুকিয়ে মারে আঁধারের ওই পাড়ে।
ভোটের লড়াইয়ে ভয় পেয়ে কি চালালি রে গুলি?
জনতা আজ জাগছে দেখ, ভাঙছে তাদের ভুলই।
​(অন্তরা-২)
শোনো ওরে ঘাতক দল, শোনো রে অন্যায়কারী,
রক্ত দিয়ে পিছু হটার নেই তো কোনো তরী।
প্রতিটি ফোঁটা রক্তে আজ জাগবে নতুন বীর,
নত হবে না কোনোদিনও ন্যায়ের এই শির।
​(সঞ্চারী)
বিচার চাই, বিচার চাই, রাজপথ আজ উত্তাল,
মুক্ত হবে এই দেশটা, ছিঁড়বে বিষের জাল।
গুলি দিয়ে স্তব্ধ করা যায় না সাধারণের দাবি,
জনতার হাতেই আছে সকল তালা খোলার চাবি।
​(শেষ অংশ)
রক্তে রাঙা রাজপথ আজ, কাঁপছে ঢাকা শহর,
হায়নার দল থাবা বসায়, আঁধার নামে ঘোর।
ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেবো না আর,
প্রতিবাদের মিছিলে আজ ভাঙবো সকল দ্বার।
Musikstil
Rap, Male Voice

Du kanske gillar

Cover av låten Vikingasång
v4

Skapad av Jonny Eriksson med Suno AI

Cover av låten Gruba ryba z Egiptu
v4

Skapad av Filip Urbanski med Suno AI

Cover av låten Egy rég elfeledett érzésem
v4

Skapad av Andrea Sipos med Suno AI

Relaterad spellista

Cover av låten Лапти
v5

Skapad av Сергей Троллев med Suno AI

Cover av låten Nincs vissza út
v4

Skapad av Ernő med Suno AI

Cover av låten Vè Hai Lúa
v4

Skapad av Tô Thanh nguyễn med Suno AI

Cover av låten Jaki gaz 06
v4

Skapad av Krzysztof Rydel med Suno AI