가사
হৃদয় মাজারে রেখেছি তোমারে
তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে
এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে
অশান্ত এ মন ছুটে যায় তোরি কাছে
আমার মনে অকারণে তুমি দিয়ো না জ্বালা
তুমি ছাড়া এ জীবনটা আমার বড় একেলা
তোমায় পেলে এ জীবনে আর তো কিছু চাই না
সারা জীবন থাকব পাশে, তোমায় ছেড়ে যাব না
মনটা যে চায় তোমায় আগলে রাখি সারা জীবন
ভালোবাসার রং তুলিতে রাঙাব এ ভুবন
তোমার নেশায় পড়ে এ মন করছে বাড়াবাড়ি
পাগল এ মন চাইছে তোমায়, বল কী যে করি
তোমার জন্য আমি ধন্য, ওগো তুমি যে আমার
তুমি আমার জীবনে পাওয়া সেরা উপহার
হৃদয় মাজারে রেখেছি তোমারে
তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে
এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে
অশান্ত এ মন ছুটে যায় তোরি কাছে
একা একা পারছি না আর থাকতে তোমায় ছাড়া
চোখের আড়াল হলে আমার লাগে দিশেহারা
প্রেমের মায়ায় জানি না গো করেছো কী জাদু
সারাটিক্ষণ ভাবনায় থাকি আমি তোমার শুধু
তুমি হীনা কিছু চাই না আমি এই জনমে
শুধু চাইব আমি তোমায় ভালোবাসারো দামে
হৃদয় মাজারে রেখেছি তোমারে
তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে
এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে
অশান্ত এ মন ছুটে যায় তোরি কাছে