Baba

523

由Anamul Hasan 使用Suno AI

Baba
v4

@Anamul Hasan

Baba
v4

@Anamul Hasan

lyrics
বাবা, তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? আকাশের ঐ চাঁদ-তারাও তোমায় স্মরণ করে। এই পৃথিবী আজ শূন্য লাগে, তোমার ছায়া ছাড়া, জানিনা কেমন আছো তুমি, হয়েছো দিশেহারা!

ছোট্টবেলার হাতটি ধরে, পথ দেখিয়েছিলে, আমার সকল আব্দার তুমি হাসিমুখে শুনেছিলে। আজও খুঁজি তোমার সে মুখ, বারান্দার ঐ কোণে, তোমার স্মৃতি বেঁচে আছে আমার প্রতি নিঃশ্বাসে।


চোখের পানি শুকায় না, যতোই করি চেষ্টা, জান্নাতুল ফেরদৌসের পথ, তুমি করো দিস্তা। দয়ার সাগর আল্লাহ্, তুমি ক্ষমা করো তাঁকে, নূর দিয়ে ভরে দিও ঐ ছোট্ট মাটির ফাঁকে।

দিনের শেষে সবাই ফিরি, তুমি ফিরো না আর, তোমার শূন্যতা কাঁদায় মোরে, বাড়ায় শুধু ভার। দু'হাত তুলে চাইছি মাওলা, এই আমাদেরই শেষ মিনতি, জান্নাতের মেহমান করো, দাও তাঁকে মুক্তি।


একদিন তো আমিও যাবো, তোমারই ঐ পথে, আল্লাহ্ যেন রাখেন মোদের, তাঁরই রহমতের ছাতে। এই দুনিয়া ক্ষণিকেরই, এটাই আসল নয় ঘর, তোমার জন্য জান্নাত হোক, চিরদিনের নির্ভর।
音樂風格
Islami Halal Music Male Voice

你可能會喜歡

歌曲的封面Пустота и Тени
v4

由 Станислав Головченко 使用 Suno AI 建立

歌曲的封面Akitől megnyugszol
v4

由 István Szabó 使用 Suno AI 建立

歌曲的封面фвы
v4

由 Ангеліна Горбань 使用 Suno AI 建立

相關播放列表

歌曲的封面Дубайские звёзды
v4.5

由 Evgen Chaplygin 使用 Suno AI 建立

歌曲的封面Песня для Макса
v4

由 Eugenia Didenko 使用 Suno AI 建立

歌曲的封面rêves en papier
v4

由 Noah LAFORGE 使用 Suno AI 建立

歌曲的封面Вопрос
v4

由 Vahtang Roshal 使用 Suno AI 建立