Baba

521

Music Created By Anamul Hasan With Suno AI

Baba
v4

@Anamul Hasan

Baba
v4

@Anamul Hasan

Lyrics
বাবা, তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? আকাশের ঐ চাঁদ-তারাও তোমায় স্মরণ করে। এই পৃথিবী আজ শূন্য লাগে, তোমার ছায়া ছাড়া, জানিনা কেমন আছো তুমি, হয়েছো দিশেহারা!

ছোট্টবেলার হাতটি ধরে, পথ দেখিয়েছিলে, আমার সকল আব্দার তুমি হাসিমুখে শুনেছিলে। আজও খুঁজি তোমার সে মুখ, বারান্দার ঐ কোণে, তোমার স্মৃতি বেঁচে আছে আমার প্রতি নিঃশ্বাসে।


চোখের পানি শুকায় না, যতোই করি চেষ্টা, জান্নাতুল ফেরদৌসের পথ, তুমি করো দিস্তা। দয়ার সাগর আল্লাহ্, তুমি ক্ষমা করো তাঁকে, নূর দিয়ে ভরে দিও ঐ ছোট্ট মাটির ফাঁকে।

দিনের শেষে সবাই ফিরি, তুমি ফিরো না আর, তোমার শূন্যতা কাঁদায় মোরে, বাড়ায় শুধু ভার। দু'হাত তুলে চাইছি মাওলা, এই আমাদেরই শেষ মিনতি, জান্নাতের মেহমান করো, দাও তাঁকে মুক্তি।


একদিন তো আমিও যাবো, তোমারই ঐ পথে, আল্লাহ্ যেন রাখেন মোদের, তাঁরই রহমতের ছাতে। এই দুনিয়া ক্ষণিকেরই, এটাই আসল নয় ঘর, তোমার জন্য জান্নাত হোক, চিরদিনের নির্ভর।
Style of Music
Islami Halal Music Male Voice

You Might Like

Related Playlist

Cover of the song Kumutima
v4

Created By Rwandan Music With Suno AI

Cover of the song Finaliste 2026
v4

Created By Préfet Kafwa NKP With Suno AI

Cover of the song Közös Szív
v4

Created By Enikő Gruics With Suno AI

Cover of the song Przegrywy
v4

Created By jaydramade “xBonusik” official With Suno AI