তুমি নেই আর

420

由Arnaaf Ahmed Zahid 使用Suno AI

তুমি নেই আর
v4

@Arnaaf Ahmed Zahid

তুমি নেই আর
v4

@Arnaaf Ahmed Zahid

lyrics
খুব জত্ন করে হৃদয় টাকে।
তুমি পোডালে।
আলোর মাঝে অন্ধকারে
আমায় হারালে।
আমি নিঃস্ব হয়ে ঘুরি ফিরি
তোমারি অভাবে।
আমি ক্লান্ত হয়ে,আনমনে ভাবি তোমারি কথা
কত জত্ন করে দিয়ে গেলে আমাকে ব্যাথা।

তুমি নেই আর,কেন নেই আর
তোমার রাখা সৃতি
এখন শুধুই আমার।
তুমি নেই আর,কেন নেই আর
তোমাকে ঘিরে এখন শুধুই হাহাকার


দিনের শেষে চাঁদ ওঠে,সন্ধেরি বুকে
দেখো মরছি আমি ধুককে ধুকে,
তোমার অভাবে।
একাকী রাতে নীরব কান্না, কেউ শোনে না
কত ভালো আছি আমি,কেও দেখে না।
তমাকে ভেবে হৃদয় টাকে,
করেছি ক্ষত।
নিরবতায় ব্যাথা গুলো সয়েছি

তুমি নেই আর,কেন নেই আর
তোমার রাখা সৃতি
এখন শুধুই আমার।
তুমি নেই আর,কেন নেই আর
তোমাকে ঘিরে এখন শুধুই হাহাকার
音樂風格
Sadness, Male Voice, 60-80 BPM

你可能會喜歡

相關播放列表

歌曲的封面Szerelmemnek
v4

由 jani kate 使用 Suno AI 建立

歌曲的封面БЛЮЗ
v4

由 Алла Пекарская - ПОЭТ - ПЕСЕННИК (ЭТЕЛЬ) 使用 Suno AI 建立

歌曲的封面SzederKÉK néptánc gyerekek
v4

由 Adri füzesi 使用 Suno AI 建立

歌曲的封面Мясорубка - 2025
v5

由 Сергей Троллев 使用 Suno AI 建立