খুব জত্ন করে হৃদয় টাকে। তুমি পোডালে। আলোর মাঝে অন্ধকারে আমায় হারালে। আমি নিঃস্ব হয়ে ঘুরি ফিরি তোমারি অভাবে। আমি ক্লান্ত হয়ে,আনমনে ভাবি তোমারি কথা কত জত্ন করে দিয়ে গেলে আমাকে ব্যাথা।
তুমি নেই আর,কেন নেই আর তোমার রাখা সৃতি এখন শুধুই আমার। তুমি নেই আর,কেন নেই আর তোমাকে ঘিরে এখন শুধুই হাহাকার
দিনের শেষে চাঁদ ওঠে,সন্ধেরি বুকে দেখো মরছি আমি ধুককে ধুকে, তোমার অভাবে। একাকী রাতে নীরব কান্না, কেউ শোনে না কত ভালো আছি আমি,কেও দেখে না। তমাকে ভেবে হৃদয় টাকে, করেছি ক্ষত। নিরবতায় ব্যাথা গুলো সয়েছি
তুমি নেই আর,কেন নেই আর তোমার রাখা সৃতি এখন শুধুই আমার। তুমি নেই আর,কেন নেই আর তোমাকে ঘিরে এখন শুধুই হাহাকার