Letra da música
খালেদা জিয়ার সালাম দিন, ধানের শীষে ভোট দিন।
তারেক রহমানের সালাম দিন, ধানের শীষে ভোট দিন।
জামাল ভাইয়ের সালাম দিন, ধানের শীষে ভোট দিন।
ভোট দিলে ধানের শীষে, দেশ গরবো মিলে মিশে।
শোনেন আমার পীরগঞ্জ আসনের জনগণ সবাইকে জানাই,
মোদের এই মাটির কৃতি সন্তান জামাল ভাই, ধানের শীষ মার্কায় তাকে ভোট দিবেন সবাই।
পীরগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী জামাল ভাই,
ধানের শীষ মার্কায় তাকে ভোট দিবেন সবাই।
ইনশাল্লাহ বিজয়মালা পড়বে জামাল ভাই।
চল রে এলাকাবাসী, মা খালা দিদি মাসি, ভোট কেন্দ্রে যাই।
এবার পীরগঞ্জ এক আসনের প্রার্থী জামাল ভাই, ধানের শীষ মার্কায় তাকে ভোট দিবো সবাই।