가사
[Intro | soft, minimal beat]
অনেক দেখেছি…
অনেক শুনেছি…
এবার বোঝার সময়।
[Verse 1]
সবাই বলে পরিবর্তন চাই
কিন্তু বদলায় না কিচ্ছু
নতুন মুখ, পুরোনো খেলা
একই কথা, একই কিছু
চুপ করে থাকা শিখে গেছি
লাইন ধরে দাঁড়াতে দাঁড়াতে
ভরসা খুঁজি চোখে চোখে
ভিড়ের ভেতর হাঁটতে হাঁটতে
[Pre-Chorus | beat builds]
আর অপেক্ষা না
আর গল্প না
এবার হিসাবের সময়
ঠিক আর ভুল মাপার পালা
[Chorus | BIG, catchy]
সবাই পরিবর্তন চায়
এইটা মিথ্যা না
সেই পরিবর্তনের ভার
দাঁড়িপাল্লা নেয় আজ
সবাই পরিবর্তন চায়
শেষ ভরসা যেটা
এটাই সঠিক সময়
এটাই সেই চিহ্নটা
[Verse 2 | beat drops, confident]
ভয় দেখিয়ে থামানো যায়
কিছু মানুষ, সবাই না
পেটের কথা মিথ্যা মানে
বুকের ভেতর থাকে না
যে চিহ্ন বলে সবাই সমান
ওখানেই মন থামে
আজ আর কাল না
এখনই সিদ্ধান্তের নামে
[Pre-Chorus 2 | half beat]
এইটা রাগ না
এইটা হিংসা না
এইটা অনেকদিনের
জমে থাকা কথা
[Chorus | repeat, louder + crowd]
সবাই পরিবর্তন চায়
এইটা মিথ্যা না
সেই পরিবর্তনের ভার
দাঁড়িপাল্লা নেয় আজ
সবাই পরিবর্তন চায়
আর পিছনে ফেরা না
এটাই সঠিক সময়
এটাই শেষ ভরসা
[Bridge | music cuts, only voice]
আজ যদি না…
তাহলে কবে?
[Final Chorus | full power]
সবাই পরিবর্তন চায়
এই দেশ, এই মানুষ
ন্যায়ের ওজন যেদিকে
সেদিকেই বিশ্বাস
সবাই পরিবর্তন চায়
আর চুপ থাকার না
এটাই সঠিক সময়
দাঁড়িপাল্লা মার্কা
[Outro | slow fade]
সময় আসে…
মানুষ বেছে নেয়।
음악 스타일
Jazz, Pop, Male Voice, 80-120 BPM