শিক্ষিত হও

54

Suno AI

শিক্ষিত হও
v4

@Zubawel Islam Nirob

শিক্ষিত হও
v4

@Zubawel Islam Nirob

歌詞
[Verse 1]
ভোরের আলো আসে ঠিকই
ক্যলেন্ডারে নতুন দিন
কিন্তু দাঁত দেখা হাসি কমে
চা-দোকানে গম্ভীর তিনজন বসলেই বোঝা যায়
পকেট ভরা স্বপ্ন ছিল
ঝোলাতেও ছিল কিছু টাকাপয়সা
দাম বাড়ার খবর শুনে
হিসাবের খাতায় শুধু দাগ
কোনো রং নেই আর

[Chorus]
শিক্ষিত হও
শুধু সার্টিফিকেটে না
মাথায় আলো
বুকেও দরকার সাহস একটু
শিক্ষিত হও
যেন জিজ্ঞেস করতে পারো
“আমার জন্য আসলে কে আছে কেউ?”
কারও নাম ধরে বলতে পারো জোরে
শিক্ষিত হও
যেন চুপ থাকা শিখে না মন

[Verse 2]
রাস্তায় কথা বড় বড়
চায়ের কাপে ঘূর্ণি তর্কের ঢেউ
কাগজে প্রতিশ্রুতি জমে
ছবির নিচে হাসি
চোখে যেন কোনো দায় নেই
কাজের বেলায় সবাই দেখে
নিজের দরজা
নিজের তালা
মনেই প্রশ্ন উঠে নরম গলায়
“আমার কাঁধে হাত রাখবে
এমন ক’জন আছে ভাতা ছাড়া?”

[Chorus]
শিক্ষিত হও
শুধু বই গিললেই নয়
ভুল ধরা
প্রশ্ন তোলা
তাও শেখা লাগে
শিক্ষিত হও
যেন বলতে পারো হেসে
“আমার জন্য আসলে কে আছে কেউ?”
আর যদি উত্তর না-ও মেলে পাশে
শিক্ষিত হও
নিজেকেই পাশে বসাতে শেখো

[Bridge]
ক্লাসরুম থেকে বাসস্ট্যান্ড
একই মুখ
আলাদা মুখোশ পরে
ডিগ্রি নিয়ে ছবিও তোলে
কিন্তু অন্যের কষ্ট দেখে হাসি চেপে ধরে কে?
শিখে নাও রাস্তা পড়া
চোখের ভাষা
নীরব ধরা
তবেই হয়ত একদিন
তোমার মতো কারও পাশে দাঁড়াবে তুমি

[Chorus]
শিক্ষিত হও
কাগজের বাইরে গিয়েও
ভাঙা খবর শুনে তবু ভাঙবে না ভরসা
শিক্ষিত হও
যেন জোরে বলতে পারো
“আমার জন্য আসলে কে আছে কেউ?”
উত্তরে যদি নীরব থাকে শহর
শিক্ষিত হও
নিজেই নিজের কেউ হও (ওহ)
音楽のスタイル
Mellow acoustic pop with male vocals; close-miked guitar and soft brushy drums. Verses stay intimate and half-spoken, bass barely there like a late-night kitchen conversation. Chorus widens with warm pad, stacked harmonies, and a simple singalong hook. Last chorus adds subtle tambourine and higher harmony to lift the ending while keeping everything raw and human.

よろしければ

曲のカバー Las profesiones del secundario
v4

Ana Martín Castillo が Suno AI を使用して作成しました

曲のカバー Мерей, ты знаешь
v4

Гульжан Кенжебаева が Suno AI を使用して作成しました

曲のカバー Козлёнок и медведь 5
v5

Сергей Троллев が Suno AI を使用して作成しました

曲のカバー Ночь над Сенном Парижем
v5

Vadim Kalashnikov が Suno AI を使用して作成しました

関連プレイリスト

曲のカバー why?
v4

Gulmira Mira が Suno AI を使用して作成しました

曲のカバー Семья 3
v5

Сергей Троллев が Suno AI を使用して作成しました

曲のカバー Ах, играй, музыкант
v4

Vahtang Roshal が Suno AI を使用して作成しました