শিক্ষিত হও

51

Musik erstellt von Zubawel Islam Nirob mit Suno AI

শিক্ষিত হও
v4

@Zubawel Islam Nirob

শিক্ষিত হও
v4

@Zubawel Islam Nirob

Text
[Verse 1]
ভোরের আলো আসে ঠিকই
ক্যলেন্ডারে নতুন দিন
কিন্তু দাঁত দেখা হাসি কমে
চা-দোকানে গম্ভীর তিনজন বসলেই বোঝা যায়
পকেট ভরা স্বপ্ন ছিল
ঝোলাতেও ছিল কিছু টাকাপয়সা
দাম বাড়ার খবর শুনে
হিসাবের খাতায় শুধু দাগ
কোনো রং নেই আর

[Chorus]
শিক্ষিত হও
শুধু সার্টিফিকেটে না
মাথায় আলো
বুকেও দরকার সাহস একটু
শিক্ষিত হও
যেন জিজ্ঞেস করতে পারো
“আমার জন্য আসলে কে আছে কেউ?”
কারও নাম ধরে বলতে পারো জোরে
শিক্ষিত হও
যেন চুপ থাকা শিখে না মন

[Verse 2]
রাস্তায় কথা বড় বড়
চায়ের কাপে ঘূর্ণি তর্কের ঢেউ
কাগজে প্রতিশ্রুতি জমে
ছবির নিচে হাসি
চোখে যেন কোনো দায় নেই
কাজের বেলায় সবাই দেখে
নিজের দরজা
নিজের তালা
মনেই প্রশ্ন উঠে নরম গলায়
“আমার কাঁধে হাত রাখবে
এমন ক’জন আছে ভাতা ছাড়া?”

[Chorus]
শিক্ষিত হও
শুধু বই গিললেই নয়
ভুল ধরা
প্রশ্ন তোলা
তাও শেখা লাগে
শিক্ষিত হও
যেন বলতে পারো হেসে
“আমার জন্য আসলে কে আছে কেউ?”
আর যদি উত্তর না-ও মেলে পাশে
শিক্ষিত হও
নিজেকেই পাশে বসাতে শেখো

[Bridge]
ক্লাসরুম থেকে বাসস্ট্যান্ড
একই মুখ
আলাদা মুখোশ পরে
ডিগ্রি নিয়ে ছবিও তোলে
কিন্তু অন্যের কষ্ট দেখে হাসি চেপে ধরে কে?
শিখে নাও রাস্তা পড়া
চোখের ভাষা
নীরব ধরা
তবেই হয়ত একদিন
তোমার মতো কারও পাশে দাঁড়াবে তুমি

[Chorus]
শিক্ষিত হও
কাগজের বাইরে গিয়েও
ভাঙা খবর শুনে তবু ভাঙবে না ভরসা
শিক্ষিত হও
যেন জোরে বলতে পারো
“আমার জন্য আসলে কে আছে কেউ?”
উত্তরে যদি নীরব থাকে শহর
শিক্ষিত হও
নিজেই নিজের কেউ হও (ওহ)
Musikstyle
Mellow acoustic pop with male vocals; close-miked guitar and soft brushy drums. Verses stay intimate and half-spoken, bass barely there like a late-night kitchen conversation. Chorus widens with warm pad, stacked harmonies, and a simple singalong hook. Last chorus adds subtle tambourine and higher harmony to lift the ending while keeping everything raw and human.

Du magst vielleicht

Cover des Liedes শিক্ষিত হও
v4

Erstellt von Zubawel Islam Nirob mit Suno AI

Cover des Liedes козленок и молоток 5
v5

Erstellt von Сергей Троллев mit Suno AI

Cover des Liedes 좋은사람
v4

Erstellt von 최용석 mit Suno AI

Cover des Liedes Тиша кричить
v4

Erstellt von Іванка Мошкола mit Suno AI

Verwandte Playlist

Cover des Liedes Найкраща сім'я
v4

Erstellt von Артем mit Suno AI

Cover des Liedes هقفل عيني
v4

Erstellt von اسلام عيسى mit Suno AI

Cover des Liedes кого боится мышка
v5

Erstellt von Сергей Троллев mit Suno AI