[Intro] সবার আগে বাংলাদেশ এই ডাক আবার গাই সবুজ ভাইয়ের সালাম নিন হাত উঁচু করে চাই
[Verse 1] সবুজ ভাইয়ের সালাম নিন হৃদয় ভরে নিন আজ ধানের শীষের ভোট দিন ফিরে পাক সোনালি সাজ জাগো জাগো বাংলার মানুষ চুপ করে আর না মাটি ও মানুষের ডাকে উঠে দাঁড়াও সবার আগে বলা
[Chorus] সবার আগে বাংলাদেশ এই প্রতিশ্রুতি আজ অধিকার ফিরে নাও আজ ভোটে গড়ো নতুন সাজ সবার আগে বাংলাদেশ একসাথে উচ্চ স্বর ধানের শীষের ভোট দিন বদলে দাও ভাগ্যের ঘর
[Verse 2] গ্রামের পথে ধুলো উড়ে নদীর জলে স্বপ্ন ভাসে হাসিমুখে বুড়ো আঙুল ইতিহাসের ছবি আঁকে জাগো জাগো বাংলার মানুষ আর কত দেরি বল মাটি ও মানুষের ডাকে এক হয়ে দাও জ্বলজ্বল
[Outro] অধিকার ফিরে নাও আজ হৃদয় জুড়ে এই রাগ সবার আগে বাংলাদেশ এই হোক শেষ আর প্রথম ভাগ
Phong cách âm nhạc
crowd-chant hooks and big group choruses for easy singalong, bold synth brass, modern patriotic campaign pop with march-like drums