lyrics
[Verse]
হৃদয় মাজারে রেখেছি তোমারে
তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে
এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে
অশান্ত এ মন ছুটে যায় তোরি কাছে
[Chorus]
তোমায় পেতে চাই
তোমায় পেতে চাই
জীবনের পথে শুধু তোমার সঙ্গ চাই
তোমায় পেতে চাই
এই প্রাণের ডাকে
তোমার নাম গাই
তোমায় পেতে চাই
[Verse 2]
আমার মনে অকারণে তুমি দিয়ো না জ্বালা
তুমি ছাড়া এ জীবনটা আমার বড় একেলা
তোমার হাসি যেন আলোর মত লাগে
তোমার ছোঁয়ায় আমার পৃথিবী জাগে
[Prechorus]
তুমি যে আমার সব
তুমি যে আমার আশা
তোমার পাশে কাটুক জীবনের ভাষা
[Chorus]
তোমায় পেতে চাই
তোমায় পেতে চাই
জীবনের পথে শুধু তোমার সঙ্গ চাই
তোমায় পেতে চাই
এই প্রাণের ডাকে
তোমার নাম গাই
তোমায় পেতে চাই
[Bridge]
তোমার চোখে হারিয়ে যাই
তোমার স্পর্শে পাই শান্তির ঠাঁই
তুমি ছাড়া শূন্য লাগে
তোমায় ছাড়া কিছুই ভাগে না ভাগে
音樂風格
soulful, acoustic instrumentation with soft strings and gentle piano undertones, melodic, bengali