[intro] [verse 1] রাত গভীর হোলো আবার আকাশে নিভৃতে জ্বলে চাঁদ, প্রকৃতি নিঝুম নিথর আলোয় ভেজা নির্জন ছাদ। সেখানে কাটানো কতো বিনিদ্র সময় চেয়ে আনমনে আকাশের পানে--
[chorus] আর তারাদের নীল চোখে চোখ রেখে পথ হাঁটা স্বপ্নের সন্ধানে। আর তারাদের নীল চোখে চোখ রেখে পথ হাঁটা স্বপ্নের সন্ধানে।
[instrumental]
[verse 2] শিশির ভেজা বাতাসে মিশে নতুন ফাগুনের অচেনা ঘ্রাণ, কখন যেন অজান্তে, হঠাৎ শৈশবের অবসান। নতুন কিছু অনুভব, অপমান যন্ত্রণা, সান্তনা রাখা গোপোনে--
[chorus] আর তারাদের নীল চোখে চোখ রেখে পথ হাঁটা স্বপ্নের সন্ধানে। আর তারাদের নীল চোখে চোখ রেখে পথ হাঁটা স্বপ্নের সন্ধানে।
[instrumental] [chorus] আর তারাদের নীল চোখে চোখ রেখে পথ হাঁটা স্বপ্নের সন্ধানে। আর তারাদের নীল চোখে চোখ রেখে পথ হাঁটা স্বপ্নের সন্ধানে। আর তারাদের নীল চোখে চোখ রেখে পথ হাঁটা স্বপ্নের সন্ধানে। আর তারাদের নীল চোখে চোখ রেখে পথ হাঁটা স্বপ্নের সন্ধানে। [fade]
รูปแบบของดนตรี
Modern Bengali Adult Contemporary. Soft, moody ballad with mellow acoustic guitar, warm ambient pads, light piano motifs, gentle indie-style drums, subtle bass, introspective. Nostalgia. Male voice.