Kamrul zaman

31

Musik skapad av Kamrul Zaman med Suno AI

Kamrul zaman
v4

@Kamrul Zaman

Kamrul zaman
v4

@Kamrul Zaman

Text
শোনরে ভোটার ভাই ও বোন, শোনরে দিয়া মন,
আসছে আবার খুশির জোয়ার, ভোটের আয়োজন!
দুঃখ যাবে, সুখ আসবে, কাটবে আঁধার কালো,
দাঁড়িপাল্লা মার্কায় এবার ভোটটা দিলে ভালো।
ও ভাই, দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দিলে ভালো!

বিচারের ওই প্রতীক নিয়ে আমরা মাঠে নামি,
সব মানুষের সমান অধিকার—সবাই মোদের দামি।
ইনসাফ কায়েম করবে যারা, তাদের করো জয়,
দাঁড়িপাল্লায় ভোট দিলে আর কিসের রে তোর ভয়?
ও ভাই, দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দিলে ভালো!

মিথ্যে কথায় ভুলো না কেউ, দেখো কাজের মানুষ কে,
বিপদ-আপদ আঁধার রাতে পাশে থাকে যে।
ন্যায়ের পথে চলতে হলে ঐক্য করো ভাই,
দাঁড়িপাল্লার বিকল্প যে আর কিছু তো নাই!
ও ভাই, দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দিলে ভালো!

গ্রামে গ্রামে খবর দাও, শহরে দাও সাড়া,
দাঁড়িপাল্লার জোয়ারে এবার সব হবে মাতোয়ারা।
সকাল সকাল কেন্দ্রে গিয়ে সিলটা মারো জোরে,
বিজয় মালা আসবেই আসবে ইনশাআল্লাহ ঘরে!

মারো সিল মারো ভাই, দাঁড়িপাল্লায় মারো,
ন্যায়ের শাসন গড়তে সবাই শক্তি সাহস ধরো।
বিচারের ওই প্রতীক মোদের—সবাই রেখো মনে,
জয় হবেই দাঁড়িপাল্লার এই শুভ ক্ষণে!
Musikstil
Pop

Du kanske gillar

Relaterad spellista

Cover av låten Моё тихое «с днём рождения»
v4

Skapad av Евгений Юдаков med Suno AI

Cover av låten Айбибі
v4

Skapad av Жамиля med Suno AI

Cover av låten Boti, ebben a csendben élek,
v4

Skapad av II. András Mátyás med Suno AI