Letra da música
[Verse 1]
জীবিত হাদির চেয়েও গভীর
শহিদ হাদির শক্তি ঢের
কোটি কোটি প্রাণের ভেতর
আগুন হয়ে ফেরে
কলিজা জুড়ে গোপন দাগ
ওদের নামে জেগে থাকে
রাতের শেষে লাল সূর্যটা
রক্তে লেখা আঁকে
[Chorus]
শহিদের ঠিকানা জান্নাতেই
এই মাটিতে শুধু রক্তের দাগ
হাদিরা বুকে নিলো আবার
সাতচল্লিশ হাজার বর্গের ফাগ
শহিদের ঠিকানা জান্নাতেই
কিন্তু নামটা বাঁচে রাস্তাঘাটে
আঁধার-পর্দা সরায়ে হাদি
জাগায় মানুষ মনের ঘাটে (ওহ্)
[Verse 2]
Facebook দেয়ালে আঁকা নাম
ডিজিটালে কেঁদে ওঠে ভিড়
কিন্তু গুলির শব্দ শুনে
হাঁটু কাঁপে
জমে যায় নীর
মহা বিপ্লবিরা নিঃশ্বাস ফেলে
ধুলো ঝাড়া পুরনো পতাকায়
হঠাৎ এক শহিদের ছবি
ঝড় তোলে নীরব কণ্ঠনালায়
[Chorus]
শহিদের ঠিকানা জান্নাতেই
এই মাটিতে শুধু রক্তের দাগ
হাদিরা বুকে নিলো আবার
সাতচল্লিশ হাজার বর্গের ফাগ
শহিদের ঠিকানা জান্নাতেই
কিন্তু নামটা বাঁচে রাস্তাঘাটে
আঁধার-পর্দা সরায়ে হাদি
জাগায় মানুষ মনের ঘাটে (হে)
[Bridge]
কে বলে শেষ
যখন মাটি
নিয়ে নেয় একেকটা দেহ
তখন তো শুরু আরেক কাহিনি
বুকে লেখা প্রতিশ্রুতি
সোহাগ
গহে
একেকটা হাদি পড়ে যায়
হাজার হাদি মাথা তোলে
রক্তের ধারে আঁকা মানচিত্র
ফিরে ফিরে বুকেই ফুলে
[Chorus]
শহিদের ঠিকানা জান্নাতেই
এই মাটিতে শুধু রক্তের দাগ
হাদিরা বুকে নিলো আবার
সাতচল্লিশ হাজার বর্গের ফাগ
শহিদের ঠিকানা জান্নাতেই
কিন্তু নামটা বাঁচে রাস্তাঘাটে
আঁধার-পর্দা সরায়ে হাদি
জাগায় মানুষ মনের ঘাটে (ওহ্ হাদি)
Estilo de música
Somber, cinematic Bengali ballad with male vocals; slow build from hushed piano and tanpura drone into wide, echoing drums and strings. Verses stay intimate and close-miked, almost spoken; chorus rises with stacked vocal harmonies and deep, resonant cello. Subtle choir swells on key lines, reverb-drenched toms and bowed bass under the bridge. Final chorus drops instruments back, leaving near‑a cappella voice lingering over a faint, pulsing pad.