Letra da música
অমায়িক ব্যবহার যার মুখে আছে,
পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে।(২বার)
ব্যবহার জয় করে মানুষের মন,
পরাজিত হয়ে যায় অস্ত্র তখন।( ২বার)
বিনয়ের অফুরান শক্তি আছে,
পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে।ঐ প্রথম থেকে
আচরণ ভালো যার সেই তো ভালো।
যার কাছে গেলে বাড়ে মনের আলো,
যে মানুষ সৎ নিজে নিজের কাছে।
পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে।ঐ প্রথম থেকে
ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়,
সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়।
কোন পরিবেশে ভয় থাকেনা পাছে,
পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে।
অমায়িক ব্যবহার যার মুখে আছে। পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে।(৪বার)