মন আমার তোর কিনারে

60

Música criada por Dj NA 999 K com Suno AI

মন আমার তোর কিনারে
v4

@Dj NA 999 K

মন আমার তোর কিনারে
v4

@Dj NA 999 K

Letra da música
মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে নারে
এবার ভালবাসতে আয়


মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে নারে
এবার ভালবাসতে আয়
তোর ছায়ার সঙ্গী হব
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়
আমি যেতে পারি
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুন খুশির দল
কে তুই বল...
কে তুই বল
কে তুই বল...
কে তুই বল


উড়তে চাওয়ার ইচ্ছে হতেই
এলাম কাছে তোর
উড়তে বসে তুই তাকালে
মনেরি শহর
একটু দূরেই ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কত
রঙিন বাহানায়
যদি মনে ধরে
আমায় সঙ্গে করে
মেঘের মুলুকে চল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুন খুশির দল
কে তুই বল...
কে তুই বল
কে তুই বল...
কে তুই বল


তোর আঁচলের গন্ধে আছে
চিনতে পারার সুখ
টানলে কাছে লজ্জা তে তোর
নেমেছে চিবুক
কল্পনাদের আস্কারা দি
ইচ্ছে গাছে জল
অল্প আলো অল্প ছায়ার
গল্প আমায় বল
আমি যেতে পারি
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুন খুশির দল
কে তুই বল...
কে তুই বল
কে তুই বল...
কে তুই বল

মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে নারে
এবার ভালবাসতে আয়
তোর ছায়ার সঙ্গী হব
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়
আমি যেতে পারি
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুন খুশির দল
কে তুই বল...
কে তুই বল
কে তুই বল...

কে তুই বল
কে তুই বল...
কে তুই বল
কে তুই বল...
কে তুই বল।
Estilo de música
Female Voice

Você pode gostar

Capa da música Vida
v4

Criado por Luis Rojas com Suno AI

Capa da música خالد وينك؟
v4

Criado por جهاد الجبلي com Suno AI

Capa da música Dola lartë në bohotin
v4

Criado por Vladimir Danaj com Suno AI

Capa da música 31
v4

Criado por Grrr com Suno AI

Lista de reprodução relacionada

Capa da música Демон войны
v4

Criado por Николай Авраменко com Suno AI

Capa da música Chéri Chéri
v5

Criado por Jerzyna K com Suno AI

Capa da música Josefin
v4

Criado por Mathias Roynezon com Suno AI