Letra da música
[Verse]
চাঁদের আলো পড়ে মুখে
তুমি বলো কেন সুখে
হাসি চাপা আড়ালে
স্বপ্নগুলো ভাঙে জলে
[Prechorus]
তোমার মতো আমিও জানি
এ জীবন এক ছোট্ট গল্পখানি
[Chorus]
ওহে বন্ধু নাচো
ঘুরে ঘুরে
মনের কথা গাও
তালে তালে
চল
সবাই মিলে ভাইরাল হও
টিকটকের তারকা
আজ রাতেই জ্বলো
[Verse 2]
দেখো কেমন ঝলমলে দিন
চোখে রঙিন স্বপ্নের ঋণ
তুমি আমি হাতে হাত
ট্রেন্ডে থাকি সারা রাত
[Prechorus]
তোমার মতো আমিও জানি
এ জীবন এক ছোট্ট গল্পখানি
[Chorus]
ওহে বন্ধু নাচো
ঘুরে ঘুরে
মনের কথা গাও
তালে তালে
চল
সবাই মিলে ভাইরাল হও
টিকটকের তারকা
আজ রাতেই জ্বলো