歌詞
[Verse 1]
খানকির পোলারা চেয়ারে বসে
হালাল কথা
হারাম কাজ
ফাইলের নিচে গিলছে দেশটা
হাসছে দেখে
“কি বুঝবি আজ?”
চায়ের কাপে ডুবে ভোটার
ফেসবুকে আগুন
রাস্তায় ঘুম
তাদের পকেট
আমাদের নিঃশ্বাস
বোতলে ভরে রাখে সব ধুন
[Chorus]
খানকির পোলারা দেশটারে কি করছে
হাসতে হাসতে হাড় গুলা গুণছে
আমরা শুধু তাকায়া থাকি
দাঁত কামড়াই
তারা কিনা আমাদের স্বপ্নটা বেচছে ভাই
খানকির পোলারা দেশটারে কি করছে
রক্তের দামে সোনা বানাচ্ছে
চুপ থাইকি
চুপ থাইকি
কয়দিন আর?
(ওইরে) গলা ফাটাই
আজকে আর ছাড় নাই আর
[Verse 2]
ফুটপাতে ঘুমায় বাচ্চা-পোলা
টাওয়ার উঠে আকাশ ছুঁই
ভাই
তোর নামে লোনের কাগজ
তারা লুটে
তুই শুধু দুঃখ লুই
মিটিং শেষে বিলাস গলায়
দেশদুয়া
সস্তা বুলি
ভোটের আগে সালাম-দোয়া
পরে তোরে ধরে ধুইয়ে খায় গুলি
[Chorus]
খানকির পোলারা দেশটারে কি করছে
হাসতে হাসতে হাড় গুলা গুণছে
আমরা শুধু তাকায়া থাকি
দাঁত কামড়াই
তারা কিনা আমাদের স্বপ্নটা বেচছে ভাই
খানকির পোলারা দেশটারে কি করছে
রক্তের দামে সোনা বানাচ্ছে
চুপ থাইকি
চুপ থাইকি
কয়দিন আর?
(এই!) গলা ফাটাই
আজকে আর ছাড় নাই আর
[Bridge]
মায়ের কান্না শুকায়ে গেছে
বাদামের খোলায় স্বপ্ন ঢাকে
আসনের জন্য কুকুর-মারামারি
দেশ গেলে কোন খাতায় রাখে?
[Chorus]
খানকির পোলারা দেশটারে কি করছে
হাসতে হাসতে হাড় গুলা গুণছে
আমরা শুধু তাকায়া থাকি
দাঁত কামড়াই
তারা কিনা আমাদের স্বপ্নটা বেচছে ভাই
খানকির পোলারা দেশটারে কি করছে
রক্তের দামে সোনা বানাচ্ছে
চুপ থাইকি
চুপ থাইকি
আর পারি নাই
(ওহ) আজকে রাস্তা
আগামীকাল ক্ষমতা চাই
音楽のスタイル
Raw political folk-rap hybrid, male vocals; dry acoustic guitar on a stubborn two-chord loop, stomping kick on downbeats, crowd-chant claps in the hook. Verses half-spoken with sharp pauses, hook explodes into shout-along gang vocals. Occasional harmonium swells under key lines to lift the emotion, mix keeps vocal gritty and right in your face.