歌詞
[Verse]
জীবনের শেষ বেলাতে
হঠাৎ সাধটা জাগে রে
তরুণ হইয়া আবার যেন
মাটির গন্ধ লাগে রে
[Prechorus]
মনের মাঝে হাওয়া বইছে
শূন্য আঙিনাতে
পুরোন দিনের ডাক আসে রে
গোপন কারুকাজে
[Chorus]
পুরোন দিনে ফিরে যেতে
মনরে আজ বড় টানে
শৈশব
ও শৈশব
তুই কোথায় লুকালে রে
[Verse 2]
নদীর কূলে ছুটে বেড়াই
মাঠে ঘাসে পা ছোঁয়াই
মায়ের আঁচল ছুঁয়ে দেখি
পুরোন দিনের গন্ধ পাই
[Prechorus]
আকাশ যেন ডাকে আমায়
বকুলতলায় বসে
কিশোর বেলার সুর বেজে ওঠে
মনের কোনো কোণে
[Chorus]
পুরোন দিনে ফিরে যেতে
মনরে আজ বড় টানে
শৈশব
ও শৈশব
তুই কোথায় লুকালে রে