Testi
আর নয় চাঁদাবাজি, আর নয় নাট্য,
অবিচার থামুক, ইনসাফ হোক পাঠ্য।
পুলিশের নাম কেন ঘুষখোর ঠোল্যা?
হক কথা কয় না তো, ভয় পায় মোল্লা।
বড় দান ছাড়া নড়ে না শান্তির আর্মি,
সবখানে ভাইজান—গরমই তো গরমি।
ফাঁকিবাজ ব্যবসায়ী কর ফাঁকি দেয়,
মন্ত্রীরা আনন্দে ঘুষগুলো নেয়।
আর নয় চাঁদাবাজি, আর নয় নাট্য,
অবিচার থামুক, ইনসাফ হোক পাঠ্য।
আইনজীবীর আইন নয়, ঘুষ তার মগজে,
টেবিলের তলে হাত—নড়ে না তো সহজে।
হাকিমের চোখ কই? ব্রিফকেস ভরা মাল,
ব্ল্যাংক চেক পাইলেই, সাফ সব জঞ্জাল।
গ্যাস নাই চুলাতে, জনগণ কান্দে,
ডাকাতের সাফ কথা—"ট্যাকা নাই? জান দে!"
ভূমি অফিসের লোক, কাম তার অল্প,
উঁচু উঁচু দালানে ফুলে ওঠে গল্প।
বিদেশে যাবেন ভাই? পাসপোর্ট হয় না?
বার্থ সার্টিফিকেটেও ঘুষ বেশী নেয় না?
সরকারি জব, সে তো স্বর্ণের আন্ডা,
মোল্লারা খায় শুধু মুরগীর রান্ডা।
পোলাপাইনেরা মাতে পাবজির ফায়ারে,
নির্বোধ মা-বাবার আহ, কতো মায়ারে।
দুনিয়ার লোভ যার, পেট তার ভরে না,
কচি মাল পাইলেই, চেট তার সরে না।
ধনীরাই ধনী হয়, রাখে মাল স্বর্গে,
গরিবের কম ভুলে লাশ যায় মর্গে।
ফল-মাছ বিক্রেতা কই পায় ‘বিষ’টা?
সার্জেন্ট পিছে ডাকে—"দাও মোর ফিশটা!"
কিশোরীর লিচু ক্যান আম আম লাগে?
কিশোরের মাথা নয়, লাঠি ক্যান্ জাগে?
নাচ-গানে ছেলে-মেয়ে খায় শুধু ধাক্কা,
প্রতি ধাক্কায় পায় পুণ্যরা অক্কা।
সমাজটা বদলাতে শুরু হোক আজ,
পণ করি বারবার, নাই করি লাজ।
হাতে হাত রেখে বলি সাহসের সঙ্গে,
ইনসাফের আবরণ মাখি সব অঙ্গে!
Stile di musica
Rap, sharp, Male singer, 80-120 BPM